অষ্টগ্রামে পানিতে পড়ে যমজ ভাই-বোনের মৃত্যু
প্রতীকী ছবি
কিশোরগঞ্জের অষ্টগ্রামে পানিতে ডুবে সাদু মিয়া ও নওজানি নামে দেড় বছর বয়সি যমজ ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার দেওঘর ইউনিয়নে কাগজী গ্রামে এ ঘটনা ঘটে। তারা একই গ্রামের হুমায়ুন কবিরের সন্তান।
অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক গোবিন্দ চন্দ্র দত্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে যমজ দুই সন্তানের মা কাপড় ধুতে নদীর ঘাটে যান। এ সময় তার অগোচরে সাদুও মায়ের পিছু নিয়ে নদীর ঘাটে যাওয়ার সময় পানিতে ডুবে যায়। এদিকে মা বাড়ি ফিরে সাদুকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশের পানিতে সাদুর মরদেহ ভাসতে দেখে প্রতিবেশিরা উদ্ধার করতে যায়। এসময় নওজানিও পানিতে ডুবে মারা যায়।
এ দিকে দুই শিশুর মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে আসে।
নূর মোহাম্মদ/ এমএএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ২ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৩ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৪ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার
- ৫ দিনাজপুরে ৫-৬ লাখ লোক জমায়েতের প্রস্তুতি জামায়াতের