মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের
ফাইল ছবি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আলিপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাঁদপুরের হাজীগঞ্জ থানার ইছাপুরা গ্রামের মোস্তাফার ছেলে জাকির হোসেন (২৫) ও একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে মিরাজ (১৮)।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন খান জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লেগে মহাসড়কে ছিটকে পড়ে। এ সময় মোটরসাইকেল চালক জাকির হোসেন ঘটনাস্থলেই মারা যান। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় মিরাজের। মোটরসাইকেলটি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। নিহতদের স্বজনদের খবর দেয়া হয়েছে।
কবির হোসেন খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোটরসাইকেল চুরি করে তারা পালিয়ে যাচ্ছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে: হাসনাত আবদুল্লাহ
- ২ মামলা সংক্রান্ত জটিলতায় জামায়াত প্রার্থী আযাদের মনোনয়ন বাতিল
- ৩ ৯৯ লাখ টাকার সম্পদের মালিক রফিকুল ইসলাম খান, বার্ষিক আয় ১৫ লাখ
- ৪ জামায়াতের প্রার্থী হাফিজের আছে উপহারের ২০ ভরি সোনা
- ৫ আইনের ফাঁকফোকরে ফ্যাসিবাদের দোসরদের নির্বাচনের সুযোগ দেওয়া হচ্ছে