গরুভর্তি ট্রাক ছিনতাইকালে আটক ৪ : ছাড়িয়ে নিলেন আ.লীগ নেতা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকা থেকে দুটি ট্রাক ভর্তি গরু ছিনিয়ে নেয়ার চেষ্টাকালে চারজনকে আটক করে পুলিশ। পরে অবশ্য এক আওয়ামী লীগ নেতা মুচলেকা নিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে গেছে।
শুক্রবার গভীররাতে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আটকরা হলেন, আলাউদ্দিন, লাল মিয়া, জাবেদ ও জাহাঙ্গীর। তারা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আলা হোসেনের লোকজন।
পুলিশ জানায়, গরু ছিনতাইয়ের খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সেকেন্ড অফিসার জসিমসহ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এই চারজনকে আটক করে। পরে নাসিক কাউন্সিলর আলা হোসেন আলা তদবির করে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নেয়।
হোসেন চিশতী সিপলু/ এমএএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ