ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুষ্টিয়ায় এবার ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি | কুষ্টিয়া | প্রকাশিত: ০৬:০৩ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৯

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এবার ডেঙ্গু আক্রান্ত হয়ে তারেক (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে তার মৃত্যুর খবর পাওয়া যায়।

তারেক দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের শ্যামনগর গ্রামের মহির উদ্দিনের ছেলে এবং খলিশাকুন্ডি কলেজের ডিগ্রির ছাত্র ছিলেন।

খলিশাকুন্ডি ইউনিয়নের চেয়ারম্যান সাঈদ আনছারী বিপ্লব বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে কলেজছাত্র তারেক শুক্রবার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিলেন। সেখানে তার অবস্থার অবনতি হলে শনিবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে রেফার্ড করেন চিকিৎসক। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

কুষ্টিয়ার সিভিল সার্জন রওশন আরা বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে তারেক মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিল। শনিবার সকালে তাকে কুষ্টিয়া হাসপাতালে নেয়া হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের চিথলিয়া গ্রামে প্রতিমা ও শ্যামাপ্রসাদ নাথ নামে দেবর-ভাবি ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২১ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ৭২ জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ১১০২ জন ডেঙ্গু রোগী।

পড়ুন : ডেঙ্গু সংক্রান্ত আরও খবর

আল-মামুন সাগর/এএম/জেআইএম