ভারতে পাচারকালে ৩০ কেজি ইলিশসহ আটক ২
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৩০ কেজি ইলিশ মাছসহ দুই চোরাচালানীকে আটক করা হয়েছে। আটকরা হলেন- আরফিন (১৯) ও বিল্লাল হোসেন (২২)।
রোববার (২২ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে পুটখালী সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়। আটক আরফিন পুটখালী গ্রামের আনার আলীর ছেলে ও বিল্লাল একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) এইচ এম আব্দুল লতিফের নেতৃত্বে পুলিশ পুটখালী বাজারের পাশে অভিযান চালিয়ে ৩০ কেজি ইলিশ মাছসহ তাদেরকে আটক করেন। ইলিশ মাছ ভারতে পাচারের প্রস্তুতি নিচ্ছিলেন তারা।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা করা হয়েছে। সোমবার সকালে তাদের যশোর আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।
মো. জামাল হোসেন/এমএসএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারেক রহমানের রংপুর আগমন ঘিরে মধ্যরাতে বেরোবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
- ২ ভোজের আয়োজন করায় বিএনপি প্রার্থী ও জামায়াত কর্মীদের জরিমানা
- ৩ পঞ্চগড়ে পক্ষপাতের অভিযোগে রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও
- ৪ বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী
- ৫ শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ময়মনসিংহ মেডিকেলে ভর্তি ৪