বিএনপি ছাড়লেন শোকরানা
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেয়ার পাঁচদিনের মাথায় বিএনপি ছাড়ার ঘোষণা দিয়েছেন বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী চার তারকা খচিত হোটেল নাজ গার্ডেনের প্রতিষ্ঠাতা মো. শোকরানা। সোমবার রাতে বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, কেন্দ্রীয় বিএনপির সদস্যসহ দলীয় সকল পদ থেকে তিনি পদত্যাগ করেছেন। এরই মধ্যে তার পদত্যাগপত্র সোমবার কেন্দ্রীয় বিএনপির মহাসচিবের কাছে পাঠানো হয়েছে।
চলতি বছরের ১৮ সেপ্টেম্বর মো. শোকরানার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এবং তার সম্পদের হিসাব বিবরণী চেয়ে নোটিশ দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব দাখিল করতে বলা হয়েছে।
পদত্যাগপত্রে ব্যক্তিগত ও পারিবারিক কারণে দলের সকল পদ থেকে পদত্যাগ করার কথা উল্লেখ করেছেন মো. শোকরানা। পত্রে তিনি বলেন, বিএনপির সঙ্গে তার কোনো সম্পর্ক আর থাকলো না।
জানা যায়, ১৯৭২ থেকে ১৯৭৫ পর্যন্ত শোকরানা বগুড়ায় যুবলীগের নেতৃত্ব দিয়েছেন। বগুড়ার কিবরিয়া হত্যার ঘটনায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। ওই মামলায় তিনি সোয়া ছয় বছর জেল খেটেছেন। পঁচাত্তরের ১৫ আগস্ট তিনি গ্রেফতার হন। ১৯৮১ সালে বিচারপতি আবদুস সাত্তার ক্ষমতায় এলে ‘মুক্তিযোদ্ধা’ হিসেবে তিনি সাধারণ ক্ষমায় মুক্তি পান। পরে ১৯৯৯ সালে তারেক রহমানের হাত ধরে বিএনপিতে যোগ দেন শোকরানা। এরপর বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসন থেকে সংসদ নির্বাচনে অংশ নিলেও তিনি পরাজিত হন। এরপর বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা, কেন্দ্রীয় বিএনপির সদস্য হিসেবে থেকে সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলায় বিএনপির সাংগঠনিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে কাজ শুরু করে শেষ করতে পারেননি।
বিএনপির দুঃসময়ে থাকলেও দলে ভালো পদ পদবিও পাননি মো. শোকরানা। গত বছর তিনি কানাডায় ছেলের কাছে বেড়াতে যান। পরে দেশে ফিরে এসে কিছু দিন বিশ্রামে থাকার পর তিনি বিএনপি ছাড়ার সিদ্ধান্ত নিলেন।
উল্লেখ্য, চলতি বছরের ১৮ সেপ্টেম্বর মো. শোকরানার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এবং তার সম্পদের বিবরণী চেয়ে নোটিশ দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ২১ কার্যদিবসের মধ্যে তাকে সম্পদের হিসাব দাখিল করতে বলা হয়েছে।
লিমন বাসার/আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ২ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৩ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৪ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার
- ৫ দিনাজপুরে ৫-৬ লাখ লোক জমায়েতের প্রস্তুতি জামায়াতের