ফরিদপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম বাসস্ট্যান্ডে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী আকলিমা (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
রোববার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকলিমা উপজেলার চান্দ্রা ইউনিয়নের দীঘলকান্দা গ্রামের আকতার হোসেনের স্ত্রী।
হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, মাওয়া ঘাট থেকে ভাঙ্গা অভিমুখী একটি ট্রাক বিপরীতমুখী একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আকলিমার মৃত্যু হয়।
এসএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান