বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন
ফাইল ছবি
ফেনীর সোনাগাজীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে আহত জিয়াউল হক শাকিল নামে এক কিশোর মারা গেছেন। চট্টগ্রাম মোডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মৃত্যু হয় তার।
নিহত শাকিল পেশায় পরিবহন শ্রমিক ছিলেন। বাড়ি সোনাগাজী সদর ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের খায়েজ আহমদ মৌলভি বাড়ির নুরুল হকের ছেলে।
এলাকাবাসী জানান, বুধবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের নজরুল প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে বন্ধু নিলয়ের সঙ্গে কথা কাটকাটি হয় শাকিলের। এর জের ধরে সন্ধ্যায় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় নিলয়।
তারা আরও জানান, পরে স্থানীয়রা শাকিলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এরপর ওই রাতেই তাকে চমেক হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঈন উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের পরিবার চট্টগ্রাম থেকে আসলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। অভিযুক্ত নিলয়কে আটকের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ।
রাশেদুল হাসান/এমএমজেড/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ২ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৩ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৪ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ
- ৫ তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু