ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মির্জাপুরে ডায়রিয়ায় শিশুর মৃত্যু

মির্জাপুর (টাঙ্গাইল) | প্রকাশিত: ০৮:৫১ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৯

টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মরিয়ম আক্তার (৪) নামে ডায়রিয়ায় আক্তান্ত এক শিশু মারা গেছে। সে পার্শ্ববর্তী দেলদুয়ার উপজেলার লাউহাটী গ্রামের হেরেন্দ পাড়া গ্রামের লাভলু মিয়ার মেয়ে।

মরিয়মের পারিবারিক সূত্র মতে, গত মঙ্গলবার রাত ১টার দিকে মরিয়ম জ্বর ও পাতলা পায়খানায় আক্রান্ত হয়। পরদিন বুধবার সকাল ১০টার দিকে তার খিঁচুনী শুরু হলে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার দুপুরে সে মারা যায়।

হাসপাতালের সহকারী ব্যবস্থাপক অনিমেষ ভৌমিক বিষয়টি নিশ্চিত করেছেন।

এস এম এরশাদ/এমএএস/এমকেএইচ