প্রতিপক্ষের হামলায় যুবলীগ নেতার মৃত্যু
মাদারীপুরে দুর্জয় মাহমুদ বাচ্চু মৃধা নামে এক যুবলীগ নেতাকে শালিসে ডেকে নিয়ে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। তিনি শিবচর উপজেলার সন্ন্যাসির চর গ্রামের আবদুল জয়নাল মৃধার ছেলে এবং সন্ন্যাসিরচর ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক ছিলেন।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর বিকেলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে শালিস বৈঠকে ডেকে নেয়া হয়। এ সময় প্রতিপক্ষ সন্ন্যাসির চর ইউনিয়নের উত্তর পাটকান্দা গ্রামের ফরাজি বংশের লোকজন তার উপর হামলা চালায়। সেখানে উপস্থিত অন্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে ৪দিন চিকিৎসাধীন থকার পর অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে মারা যান তিনি।
স্বজনরা অভিযোগ করেছেন ঘটনার দিন প্রতিপক্ষ গ্রুপের লোকজন পূর্ব পরিকল্পিত ভাবে সন্ত্রাসীদের ভাড়া করে আনে বাচ্চুর ওপর হামলা করে।
এদিকে যুবলীগ নেতা বাচ্চুর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বড় ভাই বাবলু মৃধা বলেন, আমার ভাইয়ের হত্যাকারীদের বিচার চাই।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আমিও বিষয়টি শুনেছি। শোনার পরে ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেয় হবে।
এ কে এম নাসিরুল হক/এমএমজেড/পিআর