ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে আবারও ফেরি চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০১:২০ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৯

নাব্যতা সংকট ও তীব্র স্রোতে শনিবার ভোর ৫টা থেকে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে আবারও ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন যাত্রী ও শ্রমিকরা। উভয়পাড়ে ৩ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

আটকা পড়েছে কয়েকটি লাশবাহী গাড়িও। সুযোগ বুঝে পারাপার নিষিদ্ধ ট্রলার মোটর বাইক ও যাত্রী পার করছে। সকাল সাড়ে ১০টার দিক ৩টি কেটাইপ ফেরি পরীক্ষামূলকভাবে চালানো শুরু করলেও এখনও বেশিরভাগ ফেরি বন্ধ রয়েছে।

Madaripur1

বিআইডব্লিউটিসিসহ একাধিক সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে পদ্মা নদীতে হঠ্যাৎ পানি বাড়তে থাকায় উজানে ব্যাপক নদী ভাঙনের পলি ও তীব্র স্রোতে এ রুটের লৌহজং টার্নিং এ ডুবোচরে নাব্যতা সংকট দেখা দিয়েছে। শুক্রবার মধ্যরাতে একটি রো রো ও একটি কেটাইপ ফেরি ওই টার্নিংয়ের ডুবোচরে আটকা পড়ে। কয়েক ঘণ্টা পর ফেরি ২টি উদ্ধার হলেও শনিবার ভোর ৫টা থেকে সকল ফেরি পারাপার বন্ধ করে দেয়া হয়। উভয় পাড়ে ৩ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। আটকে রয়েছে কয়েকটি লাশবাহী গাড়িও।

কাঠালবাড়ি ঘাট ম্যানেজার আ. সালাম মিয়া জানান, নাব্যতা সংকটে আবারও ফেরি চলাচল বন্ধ রয়েছে।

এ কে এম নাসিরুল হক/এমএএস/এমএস