ছাত্রলীগ নেতা গোলাম রব্বানী আটক
যশোরে ছিনতাইয়ের অভিযোগে গোলাম রব্বানী (২৬) নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। যশোরের কসবা পুলিশ ফাঁড়ির সদস্যরা গতকাল শুক্রবার রাতে তাকে আটক করে। শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
আটক গোলাম রব্বানী যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শহীদ মসিয়ূর রহমান হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
কসবা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুকুমার কুণ্ডু জানান, শুক্রবার রাতে যশোর সদর উপজেলার রঘুরামপুর এলাকার আমির হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন ইমন নামে এক যুবক রেজিস্ট্রি অফিসের সামনে দিয়ে যাচ্ছিলেন। তখন গোলাম রব্বানী ও তার আরেক সহযোগী ইমনের একটি মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় ইমন বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় মামলা করেছেন।
তিনি আরও জানান, আটক রব্বানী যবিপ্রবির পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ছাত্র এবং জয়পুরহাট জেলা সদরের আহম্মদ আলীর ছেলে। রব্বানী সম্প্রতি যবিপ্রবি ক্যাম্পাসে মারামারি ঘটনায় দায়ের করা মামলার ৫ নম্বর আসামি।
মিলন রহমান/আরএআর/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারেক রহমানের রংপুর আগমন ঘিরে মধ্যরাতে বেরোবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
- ২ ভোজের আয়োজন করায় বিএনপি প্রার্থী ও জামায়াত কর্মীদের জরিমানা
- ৩ পঞ্চগড়ে পক্ষপাতের অভিযোগে রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও
- ৪ বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী
- ৫ শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ময়মনসিংহ মেডিকেলে ভর্তি ৪