ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সোনাগাজীতে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৯:১৩ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯

ফেনীর সোনাগাজীতে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আইয়ুব আলী (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। শনিবার দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আহম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আইয়ুব আলী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আহম্মদপুর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ধর্ষণের শিকার ওই শিশু স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। শনিবার দুপুরে বিদ্যালয় শেষে বাড়িতে এসে সে গোসল করতে পুকুর ঘাটে যায়। এ সময় আইয়ুব আলী তাকে চকলেট কিনে দেয়ার লোভ দেখায়। এতে শিশুটি সাড়া না দেয়ায় তার মুখ চেপে ধরে পুকুর ঘাট থেকে পাশের একটি বাগান নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকার দিলে আইয়ুব আলী দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন গিয়ে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ঘটনায় পরে স্থানীয় লোকজন অভিযুক্ত আইয়ুব আলী ধরে লিশে সোপর্দ করেছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমবিআর/পিআর