মেহেরপুরে ট্রাকচাপায় নিহত ১
মেহেরপুর শহরের বিসিক শিল্প নগরীরর সামনে ট্রাকচাপায় মেহেরাজ হোসেন (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত মেহেরাজ সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামের আব্দুল বারেকের ছেলে।
এ ঘটনায় আহত হয়েছেন একই গ্রামের রানার ছেলে সুজন (১৭) ও দৌলত হোসেনের ছেলে হাসান (১৭)। রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহরাজের বাবা আব্দুল বারেক জাগো নিউজকে জানান, মদনাডাঙ্গা গ্রামের তার ছেলেসহ পাঁচ জন শহরের বিভিন্ন দোকানে কর্মচারী হিসেবে কাজ করে। কাজ শেষে রাত সাড়ে ১০টার তিনটি বাই সাইকেলযোগে তারা মদনাডাঙ্গা গ্রামে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বিসিক শিল্প নগরীর সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দেয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মেহরাজ মারা যান। আহত সুজনের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে বলেন।
বিষয়টি নিশ্চিত করেছে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব। চালক ও ট্রাকটি খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।
এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ২ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৩ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ৪ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৫ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল