ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দুই ঘণ্টা পর চট্টগ্রাম-সিলেট রেল যোগাযোগ শুরু

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ১১:২৪ এএম, ০৪ অক্টোবর ২০১৯

আখাউড়ায় জালালাবাদ এক্সপ্রেসের মালবাহী বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ আবারও সচল হয়েছে।

শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন আখাউড়া রেলওয়ে জংশনের স্টেশনের মাস্টার মো. খলিলুর রহমান।

তিনি জানান, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ঢোকার সময় সকাল সোয়া ৭টার দিকে একটি মালবাহী বগি লাইনচ্যুত হয়। এ কারণে চট্টগ্রামের সঙ্গে সিলেটর রেল যোগাযোগ প্রায় সোয়া দুই ঘণ্টা বন্ধ ছিল। পরে উদ্ধার কাজ শেষে সোয়া ৯টার দিকে ওই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

দুই বগির মাঝখানের যন্ত্রাংশ ভেঙে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন আখাউড়া রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেতাফুর রহমান।

আজিজুল সঞ্চয়/এমএমজেড/এমএস

আরও পড়ুন