দুই ঘণ্টা পর চট্টগ্রাম-সিলেট রেল যোগাযোগ শুরু
ছবি - ফাইল
আখাউড়ায় জালালাবাদ এক্সপ্রেসের মালবাহী বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ আবারও সচল হয়েছে।
শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন আখাউড়া রেলওয়ে জংশনের স্টেশনের মাস্টার মো. খলিলুর রহমান।
তিনি জানান, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ঢোকার সময় সকাল সোয়া ৭টার দিকে একটি মালবাহী বগি লাইনচ্যুত হয়। এ কারণে চট্টগ্রামের সঙ্গে সিলেটর রেল যোগাযোগ প্রায় সোয়া দুই ঘণ্টা বন্ধ ছিল। পরে উদ্ধার কাজ শেষে সোয়া ৯টার দিকে ওই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
দুই বগির মাঝখানের যন্ত্রাংশ ভেঙে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন আখাউড়া রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেতাফুর রহমান।
আজিজুল সঞ্চয়/এমএমজেড/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ২ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৩ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৪ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার
- ৫ দিনাজপুরে ৫-৬ লাখ লোক জমায়েতের প্রস্তুতি জামায়াতের