ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে প্রাণ গেল স্কুলছাত্রীর

জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ | প্রকাশিত: ০১:১৭ পিএম, ০৬ অক্টোবর ২০১৯

মানিকগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারজানা আক্তার (১১) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার সকালে সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের হালুটপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে।

স্বজনরা জানান, বাড়ি থেকে কোরআন শিক্ষার জন্য মক্তবে যাওয়ার সময় রাস্তায় পড়ে থাকা তারে জড়িয়ে মারা যায় ফারজানা। সে হালুটপাড়া এলাকার সায়েদুল ইসলামের মেয়ে। স্থানীয় মিতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী ছিল।

চাচাতো ভাই আব্দুল্লাহ হোসেন জানান, রাতে বা ভোরের কোনো এক সময়ে পল্লী বিদ্যুতের খুঁটি থেকে তার ছিঁড়ে বাড়ির পাশের রাস্তায় পড়েছিল। সকালে বাড়ি থেকে মসজিদের মক্তবে যাওয়ার পথে ছিঁড়ে থাকা পল্লী বিদ্যুতের সেই তারে জড়িয়ে মারা যায় ফারজানা।

বি.এম খোরশেদ/এমএমজেড/এমকেএইচ

আরও পড়ুন