ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আবেদনের ৪ বছর পর পাসপোর্ট পেলেন যুবক

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ০৬ অক্টোবর ২০১৯

যশোরে শফিকুল ইসলাম নামে এক যুবক আবেদনের প্রায় চার বছর পর পাসপোর্ট হাতে পেয়েছেন বলে দাবি করেছেন। সাধারণত আবেদনের এক মাসের মধ্যে পাসপোর্ট পাওয়ার কথা থাকলেও তার ক্ষেত্রে লেগেছে দীর্ঘ সময়।

রোববার যশোর পাসপোর্ট অফিসের উপ-পরিচালক সালাহ উদ্দিন তাকে এ পাসপোর্ট হস্তান্তর করেন। শফিকুল ইসলাম শার্শা উপজেলার গোগা গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি ২০১৬ সালের ১৮ জানুয়ারি পাসপোর্টের জন্য আবেদন করেন।

শফিকুল ইসলাম জানিয়েছেন, আবেদনের এক মাসের মধ্যে অর্থাৎ ওই বছরের ১৪ ফেব্রুয়ারি তাকে পাসপোর্ট দেয়া হয়। কিন্তু আবার তার কাছ থেকে তা ফিরিয়ে নেয়া হয়। পাসপোর্ট অফিসের কর্মকর্তা কোনো কারণ না জানিয়ে ২১ ফেব্রুয়ারি তাকে পাসপোর্ট নিয়ে অফিসে যেতে বলেছিলেন। এরপর থেকে ২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর পর্যন্ত তাকে শুধু দিন-তারিখ দেয়া হয়েছে। পাসপোর্ট দেয়া হয়নি। এর কোনো কারণও জানাননি পাসপোর্ট অফিসের ওই কর্মকর্তা।

এ অবস্থায় গত মাসের ২৮ সেপ্টেম্বর ঢাকায় পাসপোর্ট অফিসে লিখিত অভিযোগ করেন শফিকুল। অভিযোগের অনুলিপি খুলনা বিভাগীয় কমিশনার, যশোরের জেলা প্রশাসক ও যশোর পাসপোর্ট অফিসের কর্মকর্তার কাছে পাঠিয়েছিলেন তিনি।

শফিকুল ইসলাম বলেন, অনুলিপি দেয়ার পর যশোর পাসপোর্ট অফিস থেকে খবর দেয়া হয় পাসপোর্ট নেয়ার জন্য। প্রায় চার বছর পর রোববার আমাকে পাসপোর্ট দেন যশোর পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক সালাহ উদ্দিন।

সালাহ উদ্দিন বলেন, মাস ছয়েক আগে যশোরে এসেছি আমি। পরে খোঁজ নিয়ে দেখি শফিকুলের পাসপোর্ট মিসিং হয়েছে। পরে নিজ উদ্যোগে সমস্যার সমাধান করেছি আমি। আগের কর্মকর্তারা কেন এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি তা আমার জানা নেই।

মিলন রহমান/এএম/জেআইএম