‘আচরণবিধি ভেঙে নৌকায় ভোট চান হুইপ ও তার কন্যা’
শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিক ও তার মেয়ে ডা. শারমিন রহমান অমির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মিনহাজ উদ্দিন মিনাল।
মিনহাজ উদ্দিন বলেন, হুইপ আতিক ও তার মেয়ে ডা. অমি আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করে নির্বাচনে প্রভাব বিস্তার করছেন।
সোমবার দুপুরে শেরপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী মিনহাজ উদ্দিন মিনাল। একই সঙ্গে হুইপ আতিককে দ্রুত এলাকা ত্যাগ এবং তার মেয়ে ডা. অমিকে সরাসরি নির্বাচনী কর্মকাণ্ড থেকে বিরত রাখতে নির্বাচন কমিশনের প্রতি প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার আহ্বান জানান মিনাল।
নির্বাচন কমিশন বরাবর এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ ই-মেইল করা হয়েছে উল্লেখ করে মিনাল বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে নির্বাচন কমিশনসহ স্থানীয় কর্তৃপক্ষের সতর্কতা বাড়ানোর দাবি জানাই। অন্যথায় মঙ্গলবার থেকে জেলা নির্বাচন কমিশন অফিসের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান ধর্মঘট শুরু করব আমরা।
তবে স্বতন্ত্র প্রার্থী মিনহাজ উদ্দিন মিনালের করা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছেন হুইপ আতিউর রহমান আতিক। তিনি বলেছেন, এসব অভিযোগ মিথ্যা। ৩ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ১৭ দিনের সরকারি কর্মসূচিতে এলাকায় আছি আমি। সেই অনুযায়ী এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শনসহ নির্ধারিত কিছু কর্মসূচিতে অংশ নিচ্ছি। কোনো ধরনের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছি না।
তার মেয়ে ডা. অমিকে নিয়ে তোলা অভিযোগ সম্পর্কে হুইপ আতিক বলেন, ইউনিয়নপর্যায়ে মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্রগুলো গুছিয়ে নেয়ার কাজ করছে অমি। এটা তার দায়িত্বের অংশ। আমাকে ও মেয়েকে নিয়ে বিতর্ক ছড়ানোর সুযোগ নেই।
সংবাদ সম্মেলনে মিনাল বলেন, হুইপ আতিক নির্বাচনী আচরণবিধি উপেক্ষা করে শহরের চকবাজার দলীয় কার্যালয় এবং বাসা-বাড়িতে নেতাকর্মীদের নিয়ে বৈঠকসহ নানা নির্দেশনা দিচ্ছেন। ফোনেও বিভিন্নভাবে যোগাযোগ রক্ষা করছেন। তার মেয়ে ডা. অমি সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও সরাসরি নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে তৃণমূল পর্যায়ে প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করে ভোট প্রার্থনা করছেন।
এ ব্যাপারে হুইপ আতিক বলেন, আমি সরকারি কর্মসূচি দিয়েই এলাকায় এসেছি। এলাকায় এখন দূর্গাপূজা চলছে। সরকারি কর্মসূচির বাইরে আমি কোনো কার্যক্রমে অংশগ্রহণ করছি না। মিনাল মিথ্যা, অবান্তর অভিযোগ করছে।
স্বতন্ত্র প্রার্থী মিনহাজ উদ্দিনের মিনালের অভিযোগের বিষয়ে জানতে চাইলে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা বলেন, আমি এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিধিমালা অনুসারে পদক্ষেপ গ্রহণ করা হবে।
আগামী ১৪ অক্টোবর শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থীসহ পাঁচজন চেয়ারম্যান পদে লড়ছেন।
হাকিম বাবুল/এএম/জেআইএম