পাবনায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু
প্রতীকী ছবি
পাবনার আটঘরিয়ার মিয়াপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমন বিশ্বাস (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইমনের মা শাবানা খাতুন (৩০) ও ভাই ইভন বিশ্বাস (১৮) আহত হয়েছেন।
মৃত ইমন বিশ্বাস (২২) মিয়াপাড়া গ্রামের মৃত হাশেম বিশ্বাসের ছেলে ও ময়মনসিংহ তালিব আলী ম্যাথ মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্র ছিল।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে নিজ বাড়ির আঙ্গিনায় কাপড় শুকানোর তারে ইমন বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে মা ও ভাই এগিয়ে এলে তারাও বিদ্যুতায়িত হয়। তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।
একে জামান/এসএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় আ’লীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার দুই এসআই
- ২ বাণিজ্যমেলায় প্রতারণা-অনিয়মের অভিযোগে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৩ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ৪ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৫ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ