আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু
ভারতের গান্ধী জয়ন্তী ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছয়দিন বন্ধ থাকার পর আবারও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। ছুটি কাটিয়ে বুধবার সকাল থেকে বন্দরে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন স্থলবন্দরের আমাদানির-রফতানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব উদ্দিন ভূইয়া। এর ফলে আবারও কর্মচঞ্চল হয়ে ওঠেছে দেশের অন্যতম বৃহৎ ও রফতানিমুখী এ স্থলবন্দরটি।
রাজীব উদ্দিন ভূইয়া জাগো নিউজকে জানান, গত ২ অক্টোবর ভারতের গান্ধী জয়ন্তী উপলক্ষে ওইদিন পণ্য রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়। ৩ অক্টোবর একদিন পণ্য রফতানি হলেও ৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি এবং ৫ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি থাকায় পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়। ছুটি শেষে বুধবার (৯ অক্টোবর) থেকে যথারীতি পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।
আজিজুল সঞ্চয়/এমএএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ২ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৩ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৪ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার
- ৫ দিনাজপুরে ৫-৬ লাখ লোক জমায়েতের প্রস্তুতি জামায়াতের