ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

‘মিশন শেষ করেই ফিরবো ইনশাল্লাহ’

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০১:২৩ পিএম, ১১ অক্টোবর ২০১৯

 

কিশোরগঞ্জে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের প্রধান সাজ্জাদসহ বাহিনীর ১১ সদস্যকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে শহরের বত্রিশ বাসস্ট্যান্ড সংলগ্ন তাতিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কিশোরগঞ্জ সদর উপজেলার কালিয়াকান্দা গ্রামের আব্দুল আউয়ালের ছেলে কিশোর গ্যাং সাজ্জাদ গ্রুপের প্রধান সাজ্জাদ (১৭), কটিয়াদী উপজেলার গচিহাটা এলাকার মো. মোজাম্মেল হকের ছেলে আব্দুলাহ আল নোমান (১৬), একই উপজেলার করগাঁও গ্রামের মো. আইয়ুব হাজীর ছেলে মো. জুয়েল (১৬), জেলা শহরের উকিলপাড়া এলাকার মো. বুলবুল আহম্মেদের ছেলে মো. সানি আহাম্মেদ (১৬), স্টেশন রোড এলাকার ফজলুল মতিন সিদ্দিকির ছেলে ফজলুল করিম আকাশ (১৯), খরমপট্টি এলাকার সমির বৈষ্ণবের ছেলে সৌমিত্র বৈষ্ণব (১৬), বত্রিশ এলাকার মো. সুলতানের ছেলে ফজলে রাব্বি বাধন (১৮), একই এলাকার মুনসুর আলমের ছেলে মো. আনোয়ারুল ইসলাম (১৮), জালাল উদ্দিনের ছেলে মো. ইয়াছিন ইসলাম (১৮), রাখাল দত্তের ছেলে হৃদয় দত্ত (১৬) ও মোফাজ্জল ইসলামের ছেলে মো. আদনান ইসলাম (১৬)।

দুর্গাপূজায় রাতে মেয়েদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় কয়েকজনের ওপর ক্ষিপ্ত হয় সাজ্জাদ বাহিনী। গতরাতে তারা দেশীয় অস্ত্র নিয়ে রীতিমত ‘অপারেশন প্ল্যান’ হাতে নিয়ে অপারেশন চালায়। কতজন কোন কোন রাস্তা দিয়ে অপারেশনে যাবে, কার কার বাসায় হামলা চালাবে- কাগজে রোডম্যাপ করে হামলা চালায় কিশোর অপরাধীরা। এতে লাল কালিতে মার্ক করা রয়েছে- ‘মিশন শেষ করেই ফিরবো ইনশাল্লাহ।’

র‌্যাব-১৪ এর সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক এম শোভন খান জানান, গত ৭ অক্টোবর কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় নতুন পল্লী সংঘ মন্দিরে দুর্গাপূজার রাতে আরতি চলার সময় কিশোর গ্যাং সাজ্জাদ গ্রুপের প্রধান সাজ্জাদ ও তার দলের সদস্যরা মেয়েদের উত্ত্যক্ত করে। এ সময় শুভ সরকার (১৬), প্রসেনজিৎ ঘোষ (১৭) এবং তনয় বর্মণ বিকাশ (১৭) নামে তিন কিশোর বাধা দিলে তাদের সঙ্গে বাগবিতণ্ডা হয়।

rabb

এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে সাজ্জাদ ও তার দলের সদস্যরা শুভ সরকার, প্রসেনজিৎ ঘোষ ও তনয় বর্মণ বিকাশকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে সাজ্জাদসহ তার দলের ১১ সদস্যকে আটক করে।

আহত শুভ সরকার কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে এবং প্রসেনজিৎ ঘোষ ও তনয় বর্মণ বিকাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য আটকদের কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান, আটক কিশোর অপরাধীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, অনেক দিন ধরে কিশোরগঞ্জে কিশোর গ্যাং বাহিনীর তাণ্ডব চলছে। তাদের হাতে একের পর এক নির্যাতনের শিকার হচ্ছেন অনেকে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জ আইনজীবী সমিতি কার্যালয়ে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শহরে কিশোর গ্যাংয়ের উৎপাত নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

নূর মোহাম্মদ/আরএআর/এমএস