নিখোঁজের তিনদিন পর ভেসে উঠল শিশুর ইট বাঁধা মরদেহ
ফাইল ছবি
পাবনার সুজানগরে নিখোঁজের তিনদিন পর তানিয়া আক্তার (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। সে উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের বরখাপুর গ্রামের সেলিম শেখের মেয়ে।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দৌজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বৃহস্পতিবার বিকেল থেকে নিখোঁজ ছিল তানিয়া। এরপর বিভিন্ন স্থানে অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি। রোববার দুপুর ১টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় জানায়। খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরও জানান, নিহত শিশুর গলায় ও শরীরে আঘাতের চিহ্ন এবং শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে তাকে হত্যার পরে মরদেহ গুম করতে শরীরে ইট বেঁধে পুকুরে ডুবিয়ে রাখা হয়েছিল।
এ কে জামান/এমএমজেড/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দাঁড়িপাল্লায় ভোট চেয়ে মিছিল, জানেন না জামায়াতের প্রার্থী
- ২ দিপু হত্যায় সক্রিয় ভূমিকা রাখেন এরশাদ, মোবাইল উদ্ধার
- ৩ সিরাজগঞ্জে নবজাতক শিশুকে গলা কেটে হত্যা, আত্মগোপনে মা
- ৪ এসএসসি টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ভৈরবে শিক্ষার্থীর আত্মহত্যা
- ৫ সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ, অফিস সহকারী গ্রেফতার