পণ্যের মূল্য তালিকা না থাকায় ৩ দোকানিকে জরিমানা
পণ্যের মূল্য তালিকাসহ উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন মুদি দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া শহরের আনন্দবাজার ও জগতবাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত শহরের আনন্দবাজার ও জগতবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে। এ সময় পণ্যের মূল্য তালিকা এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় তুলশী সাহা, আবুল কাশেম ও মাজেদুল নামে তিন মুদি দোকানিকে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও পঙ্কজ বড়ুয়া জাগো নিউজকে জানান, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।
আজিজুল সঞ্চয়/এমএমজেড/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ২ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৩ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৪ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার
- ৫ দিনাজপুরে ৫-৬ লাখ লোক জমায়েতের প্রস্তুতি জামায়াতের