ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাঁশ হাতে শিক্ষকের জমি দখলের চেষ্টা আ.লীগ নেতার

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০৯:১৫ পিএম, ১৭ অক্টোবর ২০১৯

নওগাঁর মান্দা উপজেলায় অসহায় এক মাদরাসা শিক্ষকের জমি দখল করে রাস্তা নির্মাণের চেষ্টা করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ব্রজেন্দ্রনাথ সাহা।

বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ঘোনা গ্রামে এ ঘটনা ঘটে। জমি দখলের সময় ভুক্তভোগী জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯-এ ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ গেলে চলে যান দখলের চেষ্টাকারীরা।

তবে ঘটনার পর থেকে হুমকিকি অব্যাহত রেখেছে তারা। জমি দখলের চেষ্টাকারী চেয়ারম্যান তেঁতুলিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি। ভুক্তভোগী ঘোনা গ্রামের মৃত ককাই সরকারের ছেলে শিক্ষক জেহের আলী সরকার। তিনি একই উপজেলার ভারশোঁ মাদরাসার শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৫৫ বছর আগে শিক্ষক জেহের আলীর ওয়ারিশরা তাদের জমিতে অসহায় আজিম উদ্দিন মন্ডল ও নাজিম উদ্দিন মন্ডলের বাড়ি করার জন্য ৮ শতক জমি দান করেন। সেখানে ঘর করে দীর্ঘদিন তারা সেখানে বসবাস করে আসছেন।


Naogaon-Manda--(3)

সম্প্রতি শিক্ষক জেহের আলী ছেলেদের জন্য ওই জমিতে বাড়ির করার প্রয়োজন মনে করেন। কিন্তু আজিম উদ্দিন গংরা শিক্ষক জেহের আলীর জমির পশ্চিম পাশ দিয়ে যাওয়ার রাস্তাটি ছাড়তে রাজি হননি। বিষয়টি নিয়ে বিভিন্নভাবে সমঝোতার চেষ্টা করা হয়। আজিম উদ্দিন গংরা তাদের চলাচলের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান ব্রজেন্দ্রনাথ সাহাকে তাদের পক্ষে মতামত দেয়ার জন্য মোটা অংকের টাকা দিয়েছেন।

বুধবার দুপুর দেড়টার দিকে ইউপি চেয়ারম্যান ব্রজেন্দ্রনাথ সাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মেম্বার নিতাই, স্থানীয় হাসান আলী, আব্বাস আলী, রানা ও আনসার ভিডিপি সদস্যসহ প্রায় ১৫ জনকে নিয়ে সেখানে যান।

এরপর জেহের আলীর জমি দখল করে রাস্তা নির্মাণের চেষ্টা করা হয়। এ সময় ঘটনাস্থলে চেয়ারম্যান ব্রজেন্দ্রনাথ সাহা হাতে বাঁশের লাঠি নিয়ে দাঁড়িয়ে ছিলেন। শিক্ষক জেহের আলীর পরিবারের সদস্যরা তা প্রতিহতের চেষ্টা করলে চেয়ারম্যান ব্রজেন্দ্রনাথ সাহা হাত কেটে নেয়ার নির্দেশ দেন সহযোগীদের।

এ অবস্থায় নিরুপায় হয়ে ভুক্তভোগীরা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে অভিযোগ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই চেয়ারম্যান ও তার সহযোগীরা চলে যান। ঘটনার পর থেকে ইউপি চেয়ারম্যান ব্রজেন্দ্রনাথ সাহা বিভিন্নভাবে ভুক্তভোগীর পরিবারকে হুমকি দিচ্ছেন।

Naogaon-Manda--(3)

শিক্ষক জেহের আলী সরকারের ছেলে সোহরাব হোসেন বলেন, ইউপি চেয়ারম্যান ব্রজেন্দ্রনাথ সাহার নেতৃত্বে তার লাঠিয়াল বাহিনী আমাদের জমি দখলের চেষ্টা করেছেন। বাধা দিতে গেলে আমাদের হাত কেটে ফেলার হুমকি দেন চেয়ারম্যান। এমনকি আমাদেরকে বিভিন্নভাবে ফাঁসানো হবে বলেও হুমকি দিচ্ছেন তিনি।

ইউপি চেয়ারম্যান ব্রজেন্দ্রনাথ সাহা বলেন, আমি পক্ষপাতিত্ব করিনি। জায়গা জোরপূর্বক দখল করা হয়নি। সেখানে আগ থেকেই রাস্তা ছিল এবং একটু নিচু ছিল। ট্রাক্টর দিয়ে মাটি নিয়ে সেখানে ভরাট করা হয়েছে। আমার হাতে যে লাঠি ছিল, সেটা হচ্ছে খুঁটি। আমি কোনো লাঠিয়াল বাহিনী নিয়ে যাইনি এবং কাউকে হুমকি দেইনি।

মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, সেখানে একটি রাস্তা করার কাজ হচ্ছিল। বিষয়টি নিয়ে উত্তেজনা তৈরি হয়। ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে রাস্তার কাজ বন্ধ রয়েছে।

আব্বাস আলী/এএম/এমকেএইচ