করতোয়ায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ
কয়েক হাজার মানুষের সমাগমের মধ্য দিয়ে বগুড়ার করতোয়া নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। গায়ে রং-বেরংয়ের গেঞ্জি পড়ে শুক্রবার বিকেলে ঢোল বাজিয়ে বাদ্যের তালে তালে প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন এলাকা থেকে আসা বিশাল আকৃতির ছয়টি বাইচ নৌকা। কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে ঐতিহ্যবাহী এ নৌকাবাইচের আয়োজন করে বগুড়া জেলা পুলিশ।
বাংলাদেশ গ্রাম থিয়েটার, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বেজোড়া যুব উন্নয়ন সংঘের সহযোগিতায় নৌকাবাইচের উদ্বোধন করেন বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঁইয়া বিপিএম (বার)। এতে সভাপতিত্ব করেন কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক মোজাম্মেল হক লালু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, তৌফিক হাসান ময়না প্রমুখ।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়ার পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার সফিজুল ইসলাম, আরিফুর রহমান মণ্ডল বিপিএম, মোকবুল হোসেন, আব্দুল জলিল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীসহ পুলিশ কর্মকর্তাগণ নৌকাবাইচের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ সময় করতোয়া নদীর এসপি ঘাট থেকে বেজোড়া ঘাট পর্যন্ত নদীর দুই ধারে প্রায় ১০ হাজার মানুষ নৌকাবাইচ উপভোগ করেন। প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
লিমন বাসার/এমএএস/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ২ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৩ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৪ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার
- ৫ দিনাজপুরে ৫-৬ লাখ লোক জমায়েতের প্রস্তুতি জামায়াতের