পটুয়াখালীতে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
প্রতীকী ছবি
পটুয়াখালীর বাউফল উপজেলায় সিদ্দিক শরীফ (৫০) নামে এক মুদি-মনোহারি ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাত পৌনে আটটার দিকে উপজেলার বগা ইউনিয়নেের সাবুপুরা গ্রামে এ ঘটনা ঘটে। সিদ্দিক সাবুপুরা গ্রামের বাসিন্দা আইজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাবুপুরা গ্রাম এলাকায় মা ও শিশু হাসপাতালের সামনে মুদি-মনোহারি ও বিকাশ-ফ্লেক্সিলোডের ব্যবসা করতেন সিদ্দিক। রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সাবুপুরা এলাকায় তাকে গলা কেটে হত্যা করা হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, শনিবার রাত পৌনে ৮টার দিকে সিদ্দিক শরীফ নামে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানানো হবে।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমএসএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে দুই কোটি ৮০ লাখ টাকার চেক বিতরণ
- ২ ‘বাপু, গণভোট আবার কী? আজই প্রথম শুনলাম’
- ৩ মেয়াদোত্তীর্ণ খাদ্য ও প্রসাধনী বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৪ নির্ধারিত সময়ের আগে ভোটের প্রচারণা, বিএনপির প্রার্থীকে শোকজ
- ৫ রাজনৈতিক ও নির্বাচনি পরিবেশ কলুষিত হয়ে পড়েছে: বদিউল আলম মজুমদার