ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে হত্যা মামলায় চারজনের ফাঁসি

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৫:১৩ পিএম, ২০ অক্টোবর ২০১৯

ফরিদপুরের ভাঙ্গা বাজারের মুদী ব্যবসায়ী ‘বিকাশ মুদি ভান্ডারের’ স্বত্ত্বাধিকারী বিকাশ সাহা (৪৪) হত্যা মামলায় চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মোছা. কামরুন্নাহার বেগম এ আদেশ দেন।

হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় রায়ে আসামিদের ৪ জনকে মৃত্যুদণ্ড প্রদান করেন আদালতের বিচারক।

death1

মৃত্যুদণ্ডের পাশাপাশি চারজন আসামিকে ১০ হাজার করে টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার এ টাকা আসামিদের অবশ্যই পরিশোধ করতে হবে। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ড হওয়া চার আসামির মধ্যে তিনজন আদালতে হাজির ছিলেন।

তারা হলেন, ভাঙ্গা পৌরসভার চৌধুরী কান্দা সদরদি মহল্লার তৈয়ব মুন্সীর ছেলে স্বপন মুন্সী (২৬), হায়দার আলীর ছেলে মো. নাহিদ শেখ (২৪), ওহাব শেখের ছেলে আয়নাল শেখ (২৬) ও মো. বাকি শেখের ছেলে আলমিন শেখ (২০)। এর মধ্যে আল আমিন শেখ পলাতক রয়েছেন।

আদালতের ভারপ্রাপ্ত (পিপি) এম এ সালাম জানান, ২০১৭ সালের ৩০ মার্চ রাত ৯টা ৩০ মিনিটে ফরিদপুরের ভাঙ্গা বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় আসামিরা বিকাশ সাহাকে চৌধুরীকান্দা সদরদি এলাকায় তার বাড়ি থেকে অনুমানিক দেড়শ গজ দূরে শ্বাসরোধ করে হত্যা করে জনৈক আব্দুল কাদেরের বাশঁ ঝোপে ফেলে রাখে।

এ ঘটনায় ২০১৭ সালের ৩১ মার্চ নিহতের ভাই উত্তম কুমার সাহা বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ভাঙ্গা থানার তৎকালীন উপ-পরিদর্শক মিরাজ হোসেন এ মামলাটি তদন্ত করে চারজনকে অভিযুক্ত করে গত ২০১৭ সালের ২৩ আগস্ট আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন।

বি কে সিকদার সজল/এমএএস/জেআইএম