EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভোলার এসপির ফেসবুক হ্যাকড, থানায় জিডি

জেলা প্রতিনিধি | ভোলা | প্রকাশিত: ১১:০৮ এএম, ২২ অক্টোবর ২০১৯

ভোলার পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সারের ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে ভোলা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পুলিশ সুপার।

ভোলা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, গতকাল সোমবার রাতের কোনো এক সময় পুলিশ সুপারের ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে। এ বিষয়ে সকালে তিনি থানায় জিডি করেছেন।

ওসি বলেন, কে বা কারা পুলিশ সুপারের আইডি হ্যাক করেছে সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আইডিটি উদ্ধারের চেষ্টা চলছে।

জুয়েল সাহা বিকাশ/আরএআর/এমকেএইচ