চারটি যাত্রীবাহী বাসসহ পদ্মার ডুবোচরে ফেরি আটকা
ফাইল ছবি
মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ রুটের পদ্মা নদীতে ডুবোচরে আটকা পড়েছে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। ফেরিটিতে চারটি যাত্রীবাহী বাস, দুটি পণ্যবাহী ট্রাক ও ১৮টি ছোট পরিবহন রয়েছে। মঙ্গলবার ভোর ৬টার দিকে শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশ্যে আসার সময় চ্যানেলমুখের ডুবোচরে ফেরিটি আটকে যায়।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে, কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ রুটের চ্যানেলসহ বিভিন্ন স্থানে নাব্য সংকট রয়েছে। রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর শিমুলিয়া থেকে পরিবহন ও যাত্রী নিয়ে কাঁঠালবাড়ী আসার পথে লৌহজং টার্নিং পয়েন্ট এলাকার ডুবোচরে আটকে যায়। ফেরিটিকে উদ্ধারের জন্য উদ্ধারকারী জাহাজ আইটি ৯১ সকাল থেকেই কাজ করে যাচ্ছে।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলিম বলেন, ভোর ৬টার দিকে ফেরিটি ডুবোচরে আটকা পড়েছে। ফেরিটি উদ্ধারের চেষ্টা চলছে।
একে এম নাসিরুল হক/আরএআর/এমকেএইচ