ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নোয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ২৫ অক্টোবর ২০১৯

নোয়াখালীতে মো. শাহদাত হোসেন পলাশ (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলার পূর্ব একলাশপুর গ্রামের সাবেক মেম্বার আব্দুর রবের বাড়ির পাশে এ ঘটনা ঘটেছে। নিহত পলাশ ওই গ্রামের মৃত গাজীউর রহমান সেলিমের ছেলে।

স্থানীয়রা জানান, সন্ধ্যা ৬টার দিকে পলাশ স্থানীয় একলাশপুর বাজারের দিকে যাচ্ছিলেন। তিনি সাবেক ইউপি মেম্বার আব্দুর রবের বাড়ির সামনে পৌঁছালে হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত তার পথ রোধ করে। এ সময় তারা পলাশকে কুপিয়ে রাস্তার উপর ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) হারুন উর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত পলাশের বিরুদ্ধে থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী কোনো গ্রুপই তাকে কুপিয়ে হত্যা করেছে। তবে যে বা যারাই হত্যা করুক, তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

মিজানুর রহমান/এমএমজেড/পিআর

আরও পড়ুন