চট্টগ্রামে প্রতিপক্ষের হাতে মাদক ব্যবসায়ী খুন
চট্টগ্রামে প্রতিপক্ষের হাতে লাভলু নামে এক ইয়াবা ব্যবসায়ী খুন হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে মাদক ব্যবসায় দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
হাটহাজহারী থানার উপ-পুলিশ পরিদর্শক জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকায় মাদক ব্যবসার জের ধরে মনির-কবির-সালাউদ্দিন গ্রুপের লোকজন লাভলুকে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে ।
এদিকে স্থানীয় সুত্র জানায়, জেলার হাটহাজারী উপজেলার ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী বরিশাল কলোনীতে দীর্ঘ দিন ধরে মনির-কবির-সালাউদ্দিন গ্রুপ ও লাভলু গ্রুপ মাদক ব্যবসা করে আসছিল। মাদক ব্যবসার আধিপত্য বিস্তারের জের ধরে দু পক্ষের মধ্যে কিছুদিন যাবৎ দ্বন্দ্ব চলছিল। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই জনকে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
এসকেডি/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ২ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৩ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ৪ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৫ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল