ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কক্সবাজারে পাহাড়ে দু’ডজন অবৈধ স্থাপনা উচ্ছেদ, ডাম্পার জব্দ

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ১০:০৩ পিএম, ২৯ অক্টোবর ২০১৯

কক্সবাজারের উখিয়ার পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে দুই ডজনের বেশি অবৈধ বসতি উচ্ছেদ করেছে বন বিভাগ। উখিয়া উপজেলা প্রশাসন ও আইন শৃংখলাবাহিনীর সহায়তায় মঙ্গলবার সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে উখিয়া রেঞ্জের বন কর্মীরা এ অভিযান চালায়।

অভিযানে অবৈধভাবে দখলে নেয়া সরকারি কোটি টাকার জমির দখল উচ্ছেদের পাশাপাশি মাটিকাটয় ব্যবহৃত ডাম্পারসহ সরঞ্জামও জব্দ করা হয়েছে।

Coxs-Bazar-Hill-

উপজেলার সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. সোহেল রানা জানান, উখিয়া রেঞ্জের বিভিন্ন বিটের আওতায় পাহাড়ি এলাকায় সবার অগোচরে অবৈধভাবে ঘর তুলছিল স্থানীয় দখলদাররা। এমন খবর পেয়ে থাইনখালীতে অভিযান চালিয়ে পাহাড় কেটে গড়া প্রায় ২০-২৫টি ঘর ভেঙে দেয়া হয়। অপরদিকে দক্ষিণ বনবিভাগের বিশেষ টহলদল উখিয়ার জালিয়াপালং এলাকায় পাহাড়কাটার কাজে ব্যবহৃত একটি ডাম্পার জব্দ করা হয়। এ সময় পাহাড় কাটায় জড়িতরা পালিয়ে যায়।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ডিএফও মো. হুমায়ুন কবির বলেন, এমনতে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতে গিয়ে উখিয়া-টেকনাফে প্রায় ৮ হাজার একর বনভূমি ধ্বংসের মুখে পড়েছে। তাই অবশিষ্ট যে বনভূমি রয়েছে তা কোনমতেই ক্ষতি করতে দেয়া যায় না। অবৈধভাবে পাহাড় দখল করে ঘর নির্মাণ রোধ ও পাহাড় কাটার বিরুদ্ধে বনবিভাগের অভিযান অব্যাহত থাকবে।

সায়ীদ আলমগীর/এমবিআর/জেআইএম