ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০৯:২৫ এএম, ৩০ অক্টোবর ২০১৯

যশোরে নাজমা আক্তার নামে এক গৃহবধূকে হত্যা মামলায় স্বামী শফিকুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। এছাড়া রায়ে অপর ৭ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

মঙ্গলবার যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক টিএম মুসা এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত শফিকুল ইসলাম কেশবপুর উপজেলার লক্ষীনাথকাটি গ্রামের মৃত নিছার আলী তরফদারের ছেলে। বর্তমানে সে পলাতক আছে।

অপরদিকে খালাসপ্রাপ্তরা হলেন- শফিকুল ইসলামের ভাই রবিউল ইসলাম, চাচা নুরো দফাদার ও তরফ দফাদর, চাচাতো ভাই লিয়াকত আলী, নজরুল ইসলাম ও মা ফুলমতি।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন যশোর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি এম ইদ্রিস আলী।

মামলার বিবরণে জানা গেছে, ১৯৯৯ সালে মণিরামপুর উপজেলার ষোলখাদা গ্রামের নূর মোহাম্মদের মেয়ে নাজমা আক্তারকে বিয়ে করে শফিকুল ইসলাম। বিয়ের সময় তার পরিবার নাজমার বাবার কাছে ৮০ হাজার টাকা যৌতুক দাবি করে। এ সময় মেয়ের সুখের চিন্তায় শফিকুলকে ৩০ হাজার টাকা দেন নূর মোহাম্মদ। কয়েকদিন পর শফিকুল যৌতুকের বাকি ৫০ হাজার টাকার জন্য চাপ দিলে ২০ হাজার টাকা দেন নূর মোহাম্মদ। এরই মধ্যে শফিকুল-নাজমার সংসারে এক মেয়ে জন্ম নেয়। কিন্তু যৌতুকের বাকি ৩০ হাজার টাকা জন্য নাজমাকে প্রায়ই মারপিট করত শফিকুল। এরই ধারাবাহিকতায় ২০০৬ সালের ১০ ফেব্রুয়ারি শফিকুল ও তার পরিবারের সদস্যরা নাজমাকে মারপিটের পর মুখে বিষ ঢেলে আত্মহত্যা করেছে বলে অপপ্রচার চালায়। পরে হাসপাতালে নিয়ে গেলে মারা যায় সে। এ সময় হাসপাতালে নাজমার মরদেহ ফেলে স্বামীসহ পরিবারের সবাই পালিয়ে যায়।

এ ঘটনায় নাজমার বাবা বাদী হয়ে স্বামী শফিকুলসহ ৮ জনের বিরুদ্ধে মণিরামপুর থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে সবাইকে অভিযুক্ত করে যশোর আদালতে চার্জশিট দাখিল করেন কেশবপুর থানার এসআই শ্রীকান্ত। স্বাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার স্বামী শফিকুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

মিলন রহমান/এমএমজেড/জেআইএম