ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মেয়রের কাছে অভিযোগ, ট্রলিচালককে পেটালেন আ.লীগ নেতা

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০৬:২৫ পিএম, ০৩ নভেম্বর ২০১৯

জমি নিয়ে বিরোধ মীমাংসার জন্য পৌর মেয়রের কাছে অভিযোগ করায় ট্রলিচালক মো. ইব্রাহিমকে পিটিয়েছেন লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল কাশেম। এরপর তাকে আটকেও রাখেন তিনি।

রোববার (৩ নভেম্বর) সকালে পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর এলাকায় আবুল কাশেমের সিয়াম মার্কেটে এ ঘটনা ঘটে। ইব্রাহিম ওই এলাকার নুরু মিয়ার ছেলে।

খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আবুল কাশেমের বিরুদ্ধে দুপুরে লক্ষ্মীপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন ইব্রাহিম।

অভিযোগ সূত্রে জানা গেছে, ৭৪ শতাংশ জমি নিয়ে আবুল কাশেমের সঙ্গে দীর্ঘদিন ধরে ইব্রাহীমের বিরোধ চলে আসছে। এর মীমাংসা করতে সম্প্রতি ইব্রাহিম পৌর মেয়র আবু তাহেরের কাছে লিখিত অভিযোগ করেন। পরে পৌরসভা থেকে নোটিশ পাঠালেও আবুল কাশেম এ ব্যাপারে বসতে রাজি হননি। উল্টো ক্ষিপ্ত হয়ে রোববার ইব্রাহিমকে নিজের মার্কেটে ডেকে নিয়ে মারধরের পর আটকে রাখেন।

জানতে চাইলে আবুল কাশেম বলেন, ‘আমি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। আমার সঙ্গে কথা না বলেই মেয়রের কাছে অভিযোগ করেছিল ইব্রাহিম। আমাকে না বলে সে কেন মেয়রের কাছে যাবে? এ কারণেই তার সঙ্গে হাতাহাতি হয়েছে’।
লক্ষ্মীপুর সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জিয়াউল হক জানান, ইব্রাহিমকে মারপিটের ঘটনায় আবুল কাশেমের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কাজল কায়েস/এমএমজেড/এমএস