ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাবার বাড়িতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ১১:৫৬ এএম, ০৪ নভেম্বর ২০১৯

ফরিদপুরের ভাঙ্গায় সুমী আক্তার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার মানিকদাহ ইউনিয়নের পুখুরিয়া মধ্যপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সুমী আক্তার উপজেলার হামেরদী ইউনিয়নের বড় হামেরদী গ্রামের মালয়েশিয়া প্রবাসী সাত্তার ব্যাপারীর স্ত্রী।

ভাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পিযুজ চন্দ্র জানান, সাত্তার ব্যাপারীর গ্রামের বাড়ি হামেরদী ইউনিয়নের বড় হামেরদী গ্রামে হলেও সুমী আক্তার তার বাবা সেলিম মিয়ার বাড়ি পুখুরিয়ায় থাকত। সেখানে রাতের খাবার খেয়ে দেড় বছরের শিশুপুত্র আবিদকে নিয়ে ঘুমাতে যান তিনি। গভীর রাতে বাড়ির লোকজন জানালা দিয়ে দেখতে পান রুমের সিলিং ফ্যানের সঙ্গে সুমির মরদেহ ঝুলছে। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে বলেও তিনি জানান।

আরএআর/পিআর