বুলবুলের তাণ্ডবে লোকালয়ে চিত্রা হরিণ
বাগেরহাটের ফকিরহাট উপজেলা থেকে একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ নভেম্বর) সকালে স্থানীয়দের সহযোগিতায় ওই হরিণটি উদ্ধার করা হয়।
ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে হরিণটি কোনো পার্ক থেকে ছুটে ওই এলাকায় এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বাগেরহাট সদরের চন্দ্রমহল নামের একটি পার্ক কর্তৃপক্ষ হরিণটি তাদের বলে দাবি করেছে।
বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, একটি হরিণ ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করেছে পুলিশ। এরই মধ্যে বাগেরহাট সদরের চন্দ্রমহল নামের একটি পার্ক কর্তৃপক্ষ হরিণটি তাদের বলে দাবি করেছে। বৈধ কাগজপত্র পেলে মালিকের কাছে হরিণটি হস্তান্তর করা হবে।
এএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে হাসনাত আব্দুল্লাহর গণসংযোগ
- ২ টেকনাফের সীমান্তবর্তী চিংড়ি ঘের থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
- ৩ শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পিছিয়ে পড়া শিশুদের নিয়ে ম্যারাথন
- ৪ কুড়িগ্রামে চরের দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ
- ৫ মাদককে না বলে মাগুরায় ৪ শতাধিক প্রতিযোগীর মিনি ম্যারাথন