রামগতিতে ৮ জেলের কারাদণ্ড
লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় আট জেলেকে আটক করা হয়েছে। পরে শনিবার রাত সাড়ে ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রবিউল ইসলাম তাদের কারাদণ্ড প্রদান করেন।
এর আগে দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত, মৎস্য বিভাগ ও রামগতির বড়খেরী নৌ-পুলিশ গাবতলী, টাংকির ঘাট ও আলেকজান্ডারসহ মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, নাজিম উদ্দিন (২২), মিরাজ উদ্দিন (১৮) ও শাহীন (১৬) নেছার উদ্দিন (২২), নূর উদ্দিন (২৩), সুমন (২০), ইউসুফ (১৭),মনির উদ্দিন (১৮)। এরা সবাই রামগতি ও নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম বলেন, এখন ইলিশের ভরা প্রজনন মৌসুম চলছে। তাই এ সময়ে মাছ ধরা নিষিদ্ধ। তবুও জেলেরা নদীতে মাছ শিকার করছিল। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এরপর রাতে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়।
প্রসঙ্গত, ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর ইলিশের প্রজনন মৌসুম। এ ১৫ দিন লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর প্রায় ১০০ কিলোমিটার এলাকায় মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ডিমওয়ালা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে সরকার এ নিষেধাজ্ঞা জারি করে। এ সময় ইলিশ ধরা, ক্রয়-বিক্রয়, সংরক্ষণ পরিবহন বাজারজাতকরণ ও মজুত নিষিদ্ধ।
এ আইন অমান্য করলে কমপক্ষে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।
কাজল কায়েস/এআরএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ