মেহেরপুরে ট্রাকচাপায় নারী নিহত
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল নামক স্থানে মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বুলবুলি খাতুন (৪৬) নামের এক পথচারী নিহত হয়েছেন। সোমবার সকাল সোয়া দশটার দিকে এ ঘটনা ঘটে। নিহত বুলবুলি খাতুন গাংনী উপজেলার ভরাট গ্রামের আইজ উদ্দীনের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তেরাইল বাজারের পল্লী চিকিৎসক আক্কাস আলীর কাছ থেকে চিকিৎসা নিয়ে মেহেরপুর-কুষ্টিয়া প্রধান সড়ক পার হচ্ছিলেন বুলবুলি খাতুন। এসময় কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী মালবাহী একটি ট্রাকের (কুষ্টিয়া ট-১১-১৩২৭) চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এ ঘটনায় স্থানীয়রা ট্রাকের গতিরোধের চেষ্টা করেন। অবস্থা বেগতিক দেখে চালক ও হেলপার ট্রাকটি তেরাইল বাজারে ফেলে রেখে পালিয়ে যায়।
মরদেহ উদ্ধারের পাশাপাশি ট্রাকটি আটক করে থানায় নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোক্তার হোসেন।
এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ