ড্রেজারের সঙ্গে ধাক্কায় ট্রলারডুবি, একজনের মৃত্যু
ফাইল ছবি
বাগেরহাটের মোংলায় পশুর নদীতে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে সুন্দর বিশ্বাস (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। রোববার সকাল ৯টার দিকে পশুর নদীর লাউডোব খেয়াঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সুন্দর বিশ্বাস দাকোপ উপজেলার লাউডোব গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে যাত্রী নিয়ে নদী পার হওয়ার সময় একটি ড্রেজারের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। এ সময়ে কয়েকজন সাঁতরে তীরে উঠলেও সুন্দর বিশ্বাস পানিতে ডুবে মারা যান। এ ঘটনায় এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কাজ করেছে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সদস্যরা।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মাসুদ সরদার জানান, ট্রলারডুবির খবর জানতে পেরে আমরা সঙ্গে সঙ্গেই উদ্ধার অভিযান শুরু করি। স্থানীয়দের সহায়তায় সুন্দর বিশ্বাস নামের একজনের মরদেহ উদ্ধার হয়েছে। খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসেছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
শওকত আলী বাবু/এমবিআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে হাসনাত আব্দুল্লাহর গণসংযোগ
- ২ টেকনাফের সীমান্তবর্তী চিংড়ি ঘের থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
- ৩ শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পিছিয়ে পড়া শিশুদের নিয়ে ম্যারাথন
- ৪ কুড়িগ্রামে চরের দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ
- ৫ মাদককে না বলে মাগুরায় ৪ শতাধিক প্রতিযোগীর মিনি ম্যারাথন