ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ট্রেনে কাটা পড়ে আ.লীগ নেতার স্ত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৬:৫২ পিএম, ২৪ নভেম্বর ২০১৯

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায় গোয়ালন্দ ঘাট থেকে ছেড়ে আসা পোড়াদহগামী শাটল ট্রেনে কাটা পড়ে রিক্তা বেগম (৪০) নামে এক আওয়ামী লীগ নেতার স্ত্রীর মৃত্যু হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বড় সিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। রিক্তা বেগম গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ নজরুল ইসলাম বাবুর স্ত্রী।

স্থানীয়রা জানান, রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট (দৌলতদিয়া) স্টেশন থেকে ছেড়ে আসা পোড়াদহগামী ট্রেনটি বড় সিংড়া স্কুলের সামনে এলে রিক্তা বেগম লাইন পার হতে যান। এ সময় তিনি ইঞ্জিনের ধাক্কায় লাইনের মাঝে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান।

রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশের ওসি আকবর হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন।

রুবেলুর রহমান/এমএএস/এমএস