ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৫:৩০ পিএম, ২৬ নভেম্বর ২০১৯

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রাকের ধাক্কায় জাকির মন্ডল (৩২) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানের দুই যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৩টার দিকে রাজবাড়ী-বালিয়াকান্দি আঞ্চলিক সড়কের বহরপুর ইউনিয়নের তেঁতুলিয়া কবরস্থান এলাকায় এ দুঘর্টনা ঘটে।

নিহত জাকির মন্ডল বহরপুর ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামের মাজেদ মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও কঠুরাকান্দি গ্রামের বাসিন্দা মো. শাহজাহান সিদ্দিক জানান, বিকেল ৩টার দিকে জাকির মন্ডল তার ভ্যানে করে যাত্রী নিয়ে তেঁতুলিয়া বাজারে যাচ্ছিলেন। এ সময় বালিয়াকান্দি অভিমুখী একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে চালক জাকির মন্ডল এবং সামছুল শেখ ও রাজ্জাক নামের দুই যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে জাকির মন্ডল মারা যান।

বালিয়াকান্দি থানার এসআই বদিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটিসহ চালক হারুনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

রুবেলুর রহমান/এমবিআর/পিআর