ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি | নেত্রকোনা | প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ২৬ নভেম্বর ২০১৯

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ফারুক হোসেন নামে (২৮) ওয়ার্ড যুবলীগের এক সভাপতিকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানো হয়। নারী নির্যাতনসহ কয়েকটি মামলার আসামি ফারুক হোসেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে ফারুক হোসেনকে কারাগারে পাঠায় পুলিশ। এর আগে সকালে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বেস্তপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফারুক হোসেন ওই ইউনিয়নের বেস্তপুর গ্রামের বাসিন্দা ও ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। তার বাবার নাম জালাল উদ্দিন।

পুলিশ জানায়, ফারুক ওয়ার্ডের যুবলীগের সভাপতি হওয়ার দাপটে দীর্ঘদিন ধরে এলাকায় জুয়া ও মাদক ব্যবসা করছিলেন। গোপনে এ খবর নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

কলমাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম বলেন, গ্রেফতারের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দিয়ে ফারুককে নেত্রকোনা আদালতে পাঠানো হয়। পরে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

কামাল হোসাইন/এএম/এমএস