ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিরল প্রজাতির বনরুই উদ্ধার

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ০৯:১৭ এএম, ২৭ নভেম্বর ২০১৯

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের ময়নাতলা এলাকা থেকে একটি বিরল প্রজাতির বনরুই উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বনরুইটি উদ্ধার করা হয়। একটি চক্র পাচারের উদ্দেশে এই প্রাণীটি এনেছিল বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে বঙ্গসোনাহাট ইউনিয়নের ময়নাতলা এলাকার জৈনক শহিদুল ইসলামের সুপারি বাগান থেকে রশি দিয়ে বাঁধা অবস্থায় বনরুইটি উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

Kurigram-Panguline-pic

ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবীর জানান, একটি চক্র পাচারের উদ্দেশে এ প্রাণীটি এনেছে বলে ধারণা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে বন বিভাগের কাছে বনরুইটি হস্তান্তর করা হবে।

পুলিশ জানায়, একটি চক্র দীর্ঘদিন ধরে ভারতের আসাম রাজ্য থেকে বিরল প্রজাতির এই প্রাণী এনে ঢাকায় চড়া মূল্যে বিক্রি করে। এর আগে গত ৩১ অক্টোবর কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের পূর্বকেদার গ্রামের আব্দুল খালেকের বাড়ির পাশের ধান ক্ষেত থেকে বস্তা বন্দি অবস্থায় একটি, ২৩ মে একই ইউনিয়নের কাশেম বাজার এলাকার আব্দুর রশিদের বাড়ি থেকে একটি এবং ৮ই সেপ্টেম্বর নাগেশ্বরীর হাসেমবাজার এলাকা থেকে একটি বনরুই উদ্ধার করে পুলিশ।

নাজমুল হোসাইন/আরএআর/জেআইএম