ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বেনাপোলে ৬৫ হাজার মার্কিন ডলারসহ আটক ১

বেনাপোল (যশোর) | প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ২৭ নভেম্বর ২০১৯

বেনাপোলে হুন্ডির ৬৫ হাজার ৪শ মার্কিন ডলারসহ সজিব হোসেন (২৮) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে বেনাপোল বাসস্ট্যান্ড থেকে অবৈধ ডলারসহ তাকে আটক করা হয়। তার বাড়ি শরীয়তপুরের নড়িয়া গ্রামে। বাবার নাম বাচ্চু মিয়া।

যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সূত্রে জানা যায়, হুন্ডির বিপুল পরিমাণ মার্কিন ডলার নিয়ে এক ব্যক্তি ঢাকা যাওয়ার জন্য বেনাপোল বাসস্ট্যান্ডে অবস্থান করছে। এর ভিত্তিতে বেনাপোল বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল ওহাবের নেতৃত্বে একটি টহলদল সেখানে অভিযান চালায়। এ সময় রিপনকে আটকের পর তল্লাশি করে তার কাছে ৬৫ হাজার ৪ শ মার্কিন ডলার পাওয়া যায় (বাংলাদেশি প্রায় ৫৬ লাখ টাকা)।

তিনি আরও জানান, পরে আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

মো. জামাল হোসেন/এমএমজেড/পিআর