ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

প্লাস্টিকের বস্তায় চাল রাখায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৯:০৮ পিএম, ২৭ নভেম্বর ২০১৯

পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় বিক্রয়ের উদ্দেশ্যে চাল মজুত করায় দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে সদর উপজেলার সুহিলপুর এলাকায় এ অভিযান চালানো হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া এবং সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.বি.এম মশিউজ্জামান যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

Brahmonbaria-Fine

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্লাস্টিকের বস্তায় মজুতকৃত ৭০০ বস্তা চাল ও প্রতিষ্ঠানের নামে ছাপানো ১ হাজার খালি বস্তা মজুত রাখায় সুহিলপুর এলাকার মেসার্স গ্লোবাল অটোরাইস মিলকে ৫০ হাজার টাকা এবং প্লাস্টিকের বস্তায় ৩০০ বস্তা চাল ও প্রতিষ্ঠানের নামে ছাপানো ১ হাজার খালি বস্তা রাখায় মেসার্স জামান অ্যান্ড সন্স অটোরাইস মিলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

Brahmonbaria-Fine

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক। আইন অনুযায়ী ওই দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। পরবর্তীতে জব্দকৃত খালি বস্তাগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।

আজিজুল সঞ্চয়/এএম/পিআর