উখিয়ায় ১৪ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক
কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল চেকপোস্ট এলাকা থেকে সোয়া ১৪ লাখ টাকার ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বিজিবি। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ অভিযান চালানো হয়।
আটক যুবকের নাম মো. হোসেন আলী (৩২)। তিনি জালিয়াপালং ইউনিয়নের মো. শফির বিল এলাকার শামশুল আলমের ছেলে।
কক্সবাজার ১৭ বিজিবির উপ-অধিনায়ক মেজর ইমরান উল্লাহ সরকার স্বাক্ষরিত এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, ১৭ বিজিবির অধীন রেজু খাল যৌথ চেকপোষ্টের সুবেদার মো. ফজলুল হক এর নেতৃত্বে জোয়ানরা অভিযান চালিয়ে ৪ হাজার ৭ শ ১৫ পিস ইয়াবাসহ হোসেন আলীকে আটক করেছেন। ইয়াবা পাচার কাজে ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার বাজার মূল্য ১৪ লাখ ১৫ হাজার টাকা বলে উল্লেখ করেন তিনি।
এদিকে, আটক হোসেন আলীকে রামু থানায় সোপর্দ করা হয়েছে বলে উল্লেখ করেছেন বিজিবির এ কর্মকর্তা।
সায়ীদ আলমগীর/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ২ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৩ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৪ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ
- ৫ তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু