গাজীপুরে আইডিয়াল বই মেলায় শিশুদের ভিড়
কালিয়াকৈরের সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে দুই দিনব্যাপী ‘আইডিয়াল বই মেলা’ শুরু হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।
কলেজ ক্যাম্পাসে এ মেলার উদ্বোধন করেন কালিয়াকৈর প্রেসক্লাবের সাবেক সভাপতি সরকার আব্দুল আলীম। এ সময়ে আরও উপস্থিত ছিলেন সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. হাবিবুর রহমান, শিক্ষক এম তুষারী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হাসান, সাংবদিক মাসুদ রানা, স্কুলশিক্ষক মো. সালাহ উদ্দিন ও আব্দুল বারেক।
আয়োজক হাবিবুর রহমান জানান, সকাল থেকেই বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা বইমেলায় ভিড় করছে। শিশু-কিশোররা তাদের অভিভাবকদেরও নিয়ে আসছে। প্রথম দিনে শিশু-কিশোরদের গল্প ও ছড়ার বইয়ের চাহিদা বেশি ছিল। এ বছরই প্রথম এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। এখন থেকে প্রতিবছর নিয়মিত বইমেলার আয়োজন করা হবে।
মো. আমিনুল ইসলাম/এমএমজেড/এমএস