ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌযান ধর্মঘটের প্রভাব নেই

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ১২:৩৭ পিএম, ৩০ নভেম্বর ২০১৯

সারাদেশে ১১ দফা দাবিতে নৌযান শ্রমিক ও কর্মচারীদের কর্মবিরতি (ধর্মঘট) চললেও দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে এর কোনো প্রভাব পড়েনি। শনিবার (৩০ নভেম্বর) ভোর থেকে এ রুটে অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবে ফেরি, লঞ্চসহ অন্যান্য নৌযান চলাচল করতে দেখা গেছে।

দৌলতদিয়া লঞ্চ ঘাটের সুপারভাইজার মো. মোফাজ্জেল হোসেন জানান, সারাদেশে নৌযান শ্রমিকদের ধর্মঘট চললেও দৌলতদিয়াতে কোনো ধর্মঘট নেই। স্বাভাবিকভাবে লঞ্চে যাত্রী পারাপার করা হচ্ছে।

rajbari-(2).jpg

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে কোনো ধর্মঘট নেই। অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবে ফেরি ও লঞ্চ চলাচল করছে। বর্তমানে এ রুটে ১৫টি ফেরি চলাচল করছে।

রুবেলুর রহমান/আরএআর/এমএস