ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ষড়যন্ত্র করে রাজনীতির মাঠে টিকে থাকা যায় না : তোফায়েল

জেলা প্রতিনিধি | ভোলা | প্রকাশিত: ০৯:১৭ পিএম, ৩০ নভেম্বর ২০১৯

ষড়যন্ত্র করে রাজনীতির মাঠে টিকে থাকা যায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ। শনিবার দুপুরে ভোলার দৌলতখান উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে টেলি-কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তোফায়েল আহমেদ বলেন, দেশে সুষ্ঠু রাজনীতির পরিবেশ বিরাজ করছে। মানুষের মাথাপিছু আয় বেড়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাত ধরে দেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন, আমরা মানুষকে সম্মান দিতে জানি। অন্যকে সম্মান দিলে সম্মান পাওয়া যায়। কিন্তু কিছু মানুষ অকৃতজ্ঞ হয়। অগোচরে দলের সমালোচনা ও পেছন থেকে ষড়যন্ত্র করে। তাদের মধ্যে কোনো কৃতজ্ঞতাবোধ নেই। তারা দলের মধ্যে থেকেও বেইমানি করে। তাই ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

Bhola

এ সময় সকল ভেদাভেদ ভুলে দলীয় স্বার্থে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

দৌলতখান সদর রোডে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু। এতে বিশেষ অতিথি ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা।

দৌলতখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাছির আহমেদ খানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলর ও ডেলিগেটদের ভোটে নাছির আহমেদ খানকে সভাপতি, পৌর মেয়র জাকির হোসেন তালুকদারকে সহ সভাপতি, আনোয়ার হোসেন জাহাঙ্গীরকে সাধারণ সম্পাদক ও হামিদুর রহমান টিপুকে সাংগঠনিক সম্পাদক করে আগামী তিন বছরের জন্য ৭১ সদস্য বিশিষ্ট উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়।

জুয়েল সাহা বিকাশ/এমবিআর/এমকেএইচ