বাগেরহাটে ৬১ ভারতীয় জেলে আটক : এক জেলের আত্মহত্যা
বঙ্গোপসাগর বাংলাদেশের জলসীমায় অবৈধ্যভাবে অনুপ্রবেশের দায়ে ৫টি ভারতীয় ট্রলারসহ ৬১ জেলেকে আটক করেছে নৌবাহিনী।
সোমবার সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া থেকে তাদের আটক করা হয়। আটক ভারতীয় ৬১ জেলের মধ্যে সঞ্জয় সামান্ত (৩০) নাম এক জেলে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করছে।
মঙ্গলবার দুপুরে বাগেরহাটের মংলাস্থ নৌবাহিনীর বাথরুমে ওই জেলে আত্মহত্যা করে বলে পুলিশ জানায়।
মংলার থানা পুলিশের এসআই মঞ্জুরুল ইসলাম জানান, সোমবার বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় অবৈধ্যভাবে অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় ৫টি ট্রলারসহ ৬১ ভারতীয় জেলেকে নৌবাহিনীর সদস্যরা আটক করে। পরে তাদের মংলাস্থ নৌবাহিনীর ঘাঁটিতে এনে রাখা হলে মঙ্গলবার তাদের মধ্য থেকে সঞ্জয় সামান্ত নামের ওই জেলে বাথরুমে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। তিনি ভারতের পশ্চিমবঙ্গের কাকদ্বীপ এলাকার প্রফুল্ল সামান্তের ছেলে।
এদিকে অবৈধভাবে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের দায়ে আটক ৬১ জেলেকে মঙ্গলবার বিকেলে মংলা থানা পুলিশে সোর্পদ করা হয়েছে। অপরদিকে মংলা ঘাঁটিতে আত্মহত্যাকরী জেলে সঞ্জয় সামান্তের লাশ পোস্টমর্টেমের জন্য বাগেরহাট সদর হাসপাতালে আনা হয়েছে।
সঞ্জয় মারা যাবার ঘটনায় মংলা থানায় একটি অপমৃত্যু মামলা রের্কড করা হয়েছে।
এমএএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুমিল্লায় প্রতীক বরাদ্দের দিনই শোডাউন, প্রার্থীকে জরিমানা
- ২ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ৩ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৪ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৫ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার